৭ দিনের মধ্যে ঘোষণা করতে হবে পুরভোটের দিনক্ষণ, নির্দেশ আদালতের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ যত দ্রুত সম্ভব কলকাতা পুরসভার ভোট সেরে ফেলতে হবে। এবার রাজ্য সরকারকে কড়া নির্দেশ দিল সর্বোচ্চ আদালত।
রাজ্য সরকারের সমস্ত যুক্তি খারিজ করে দিয়ে আদালত নির্দেশ দিয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে কলকাতা পুরসভার ভোটের দিনক্ষণ ঘোষণা করতে হবে।
কলকাতা পুরসভায় প্রশাসক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে সোমবার সর্বোচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে।
শুধু তাই নয়, আদালতের তরফে রাজ্যকে কার্যত হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, নির্বাচনের দিনক্ষণ ঠিক না করলে, আদালত থেকেই প্রশাসক বসিয়ে দেওয়া হবে। এরপরই সাতদিনের সময় চেয়ে নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
শীঘ্রই এনিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসবে তারা।রাজ্যের পুরসভার ভোট নিয়ে সরকার গাফিলতি করছে বলে বহুদিন ধরে সরব বিজেপি সহ বাম কংগ্রেস।
আরও পড়ুনঃ কৃষক আন্দোলন মাঝেই দেশজুড়ে বন্ধের প্রভাব
সর্বোচ্চ আদালতের এদিনের রায় সেই দাবিকেই মান্যতা দিল বলে অভিমত রাজনৈতিক মহলের।
২০২০ সালে পৌরসভা নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির জেরে এবং নাগরিক সুরক্ষার কথা মাথায় রেখে পিছিয়ে যায় ভোট।
তারপর বারবার এনিয়ে বিরোধীরা রাজ্য সরকারকে বললেও তাতে খুব একটা সুরাহা হয়নি। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় চেয়ারম্যান সরিয়ে সেখানে পৌর প্রশাসক বসিয়ে দেওয়া হয়।
বিধানসভা নির্বাচনের আগে ২০২০ সালে টেস্ট ম্যাচ প্র্যাকটিস করতে চেয়েছিল বিরোধীরা। কিন্তু করোনা পরিস্থিতি সহ একাধিক সমস্যার সূত্রপাত হয়। যাতে পিছিয়ে যায় ভোট। আগামী সাত দিনের মধ্যে হাইকোর্টের রায় মোতাবেক হয়ে যাবে পুরো ভোটের দিনক্ষণ ঘোষণা।
রাজনৈতিক মহলের মতে একুশের বিধানসভা নির্বাচনের আগে পৌরসভা নির্বাচন হলে জলের মত পরিস্কার হয়ে যাবে কত পয়েন্টে এগিয়ে রয়েছে কোন রাজনৈতিক দল। এক্ষেত্রে একুশের ম্যাচ যদি ফাইনাল হয় তাহলে পৌরসভা নির্বাচন সেমিফাইনালই বটে।