করোনা আক্রান্ত আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ কমিশনার সুকেশ জৈন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কলকাতা পুলিশের ইক্যুপমেন্ট সেলের অফিসার ইন চার্জ অভিজ্ঞান মুখোপাধ্যায়ের মৃত্যুর দিনই পুলিশ কর্মীদের জন্য আরেকটি দুঃসংবাদ ।

এবার উচ্চ পদস্থ আধিকারিকের উপরেও করোনা থাবা বসালো ।  আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুকেশ জৈন কোভিড পজিটিভ বলে জানা গিয়েছে ।

প্রথম সারিতে থেকে রাস্তায় নেমে করোনা প্রতিরোধে কাজ করছিলেন সুকেশ জৈন | তবে গত কয়েকদিন ধরে কিছু উপসর্গ দেখা দেওয়ায় খানিক অসুস্থ বোধ করছিলেন তিনি ।

নিজেকে হোম কোয়ারেন্টাইনে আলাাদা করে নেন তিনি । কোভিড টেস্ট করান ।  তার রিপোর্টেই কোভিড ধরা পড়ে তার |

ফের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু কলকাতা পুলিশ আধিকারিকের

রাজ্য সরকারের নির্দেশ মত বাড়ি থেকেই কমিশনারেটের কাজ চালাবেন সুকেশ । ইতিমধ্যেই পুলিশ কমিশনারেটের নানা থানার পুলিশ কর্মীের মধ্যে করোনার সংক্রমণ দেখা গিয়েছে । তাদের সকলকেই হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ।

পুলিশ সূত্রে জানা গেছে তিনি ঝাড়খণ্ড সীমানা এলাকার ডুবুডিহি চেকপোস্টে  ব্যাপক ভাবে কাজ করেছিলেন। এই চেকপোস্ট দিয়েই ভিনরাজ্য থেকে শ্রমিকরা ফিরছিলেন।

তাঁদের ফেরানোর ব্যবস্থা করার পাশাপাশি শ্রমিকদের কোয়ারেন্টাইনে রাখার ব্যাপারেও অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। পুলিশের অনুমান, এই কাজ করতে গিয়েই তিনি করোনায় সংক্রামিত হয়ে থাকতে পারেন।

প্রসঙ্গত, পুলিশ প্রশাসনের পাশাপাশি পশ্চিম বর্ধমানে স্বাস্থ্যকর্মীরাও একের পর এক করোনায় আক্রান্ত হতে শুরু করেছেন। ফলে উদ্বেগ ক্রমেই বাড়ছে প্রশাসনের।

প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী পশ্চিম বর্ধমানে এখনও পর্যন্ত ৫৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ২৭৩ জন সুস্থ হয়ে উঠেছেন। আট জনের মৃত্যু হয়েছে। ২৬৬ জন এখনও করোনা পজিটিভ।

অন্যদিকে , দক্ষিণ দমদম পুরসভার প্রশাসক পাঁচু রায়ও করােনা আক্রান্ত হয়েছেন । তবে তাঁর শরীরে এখনই কোনও উপসর্গ না থাকায় তাকে বাড়িতেই আইসােলেশনে রাখা হয়েছে । একইসঙ্গে পাঁচুবাবুর সংস্পর্শে যারা এসেছে তাদের চিহ্নিত করে আইসােলেশনে পাঠানাে হয়েছে।

সম্পর্কিত পোস্ট