দ্রুত মূল্যায়ণে ৩১ জুলাইয়ে ফল প্রকাশের সু্প্রিম নির্দেশে তৎপর রাজ্য
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দ্রুত মূল্যায়নের কাজ সেরে ৩১ জুলাইয়ের মধ্যে করতে হবে দ্বাদশ শ্রেণীর ফল ঘোষণা। বৃহস্পতিবার সমস্ত রাজ্যগুলিকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
বিভিন্ন রাজ্যের দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিলের দাবীতে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানান এক আইনজীবী। ইতিমধ্যেই একাধিক পরীক্ষা বাতিলের নির্দেশ দিয়েছে একাধিক রাজ্য। বৃহস্পতিবার তারই নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত।
আগামী ১০ দিনের মধ্যে মূল্যায়নের প্রক্রিয়া কীভাবে হবে তার পরিকল্পনার কাজ সেরে ফেলার নির্দেশ শীর্ষ আদালতের। পূর্ববর্তী ফল এবং স্কুলের পরীক্ষার ওপর নির্ভর করেই ফলপ্রকাশ করার নির্দেশ দিয়েছে আদালত।
জোড়া গোলে নতুন রেকর্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর
মূল্যায়নের ক্ষেত্রে সমস্ত রাজ্যগুলিকে একই নিয়ম মেনে চলতে হবে এমন কোনও ব্যাপার নয়। সারা দেশের একই নিয়মে মূল্যায়ন করা সম্ভব নয়। সেক্ষেত্রে আলাদা রাজ্যে মূল্যায়নের নিয়মবিধি আলাদা হতে পারে। মামলার শুনানি চলাকালীন জানায় আদালত।
চলতি মাসেই সিবিএসই এবং সিআইএসসিই বোর্ডের মূল্যায়নের পদ্ধতি জানতে চেয়ে ১৫ দিনের সময় ধার্য করে আদালত৷ ৩১ জুলাইয়ের দুই বোর্ডকে ফল ঘোষণার নির্দেশ দিয়েছে আদালত।