ত্রিপুরা: থানায় অভিষেক-কুনাল-দোলার সামনে অসহায় পুলিশ

TMC এর উপর হামলাল কড়া নিন্দা করল বিরোধী দল CPIM

দ্য কোয়ারি ডেস্ক: দ্বিতীয়বার ত্রিপুরায় গিয়ে তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, এ রাজ্যে আসতে গেলে ভিসা নিতে হবে নাকি। মুখ্যমন্ত্রীর বিপ্লব দেবের প্রশাসনের প্রতি তাঁর কটাক্ষের জেরে ত্রিপুরা সরগরম।

অন্যদিকে শনিবার টিএমসির যুব নেতৃত্বের উপর হামলা হয় আমবাসায়। টিএমসির অভিযোগ, হামলাকারীরা বিজেপির গুণ্ডা। তাদের ছেড়ে কেন রক্তাক্ত নেতাদের কেন থানায় নিয়ে যাওয়া হলো? এই প্রশ্নে খোয়াই থানার ভিতরেও প্রবল আস্ফালন করেন কুনাল ঘোষ ও দোলা সেন। ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রবল বাকবিতন্ডার মধ্য খোয়াই থানার পুলিশ কর্মীরা অসহায় বোধ করেন।এক পর্যায়ে ধৃত যুব কর্মীদের ছেড়ে দিতে অনুরোধ করেন পশ্চিমবঙ্গের টি়এমসি প্রতিনিধিরা। তাঁদের অভিযোগ, ত্রিপুরা পুলিশ বিজেপি সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা শিকেয় তুলে দিয়েছে। হামলাকারীদের না গ্রেফতার করে আক্রান্তদের ধরা হচ্ছে।

ত্রিপুরা সফরে প্রথমবার এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, আগামী বিধানসভা ভোটে টিএমসি এ রাজ্য কে পাখির চোখ করেছে। হামলা চালিয়ে টিএমসিকে আটকাতে পারবেনা বিজেপি। তিনি আরও জানিয়েছিলেন, প্রতি ১৫ দিন অন্তর ত্রিপুরায় আসবেন।

শনিবার ত্রিপুরায় আক্রান্ত হন পশ্চিমবঙ্গের টিএমসি যুব নেতা নেত্রীরা। এই ঘটনার পরে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম গত বিধানসভা ভোটের পর থেকেই দলীয় নেতা কর্মীদের উপর হামলার অভিযোগ করে চলেছে। বিরোধী নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের অভিযোগ, বিজেপি হেরে যাওয়ার ভয় পেয়েছে।

সম্পর্কিত পোস্ট