মরিচবাড়িতে খুন তৃণমূল কর্মী, বিজেপিকে কড়া আক্রমণ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্য জুড়ে বাড়ছে খুন। কোথাও খুন হচ্ছেন বিজেপি কর্মী। কোথাও খুন হচ্ছেন তৃণমূল কর্মী। আর তা নিয়েই একে অপরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছেন তৃণমূল বিজেপি।

কোচবিহার জেলার পুন্ডিবাড়ী থানার দক্ষিণ মরিচবাড়ি এলাকায় এবার খুন হলেন এক সক্রিয় তৃণমূল কর্মী। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে মরিচবাড়ি গ্রাম পঞ্চায়েতের টাঙ্গাইল পাড়ায়। মৃত তৃণমূল কর্মীর নাম নধিরাম মন্ডল। বয়স ৬০ বছর।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বাবুরহাট লাগোয়া একটি রাস্তায় নধিরাম মন্ডলের মৃতদেহ পড়ে থাকতে দেখেন পথচলতি মানুষজন। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় জমতে শুরু করে ভিড়। খবর দেওয়া হয় বানেশ্বর পুলিশ ফাঁড়িতে।

ঘটনাস্থলে পৌঁছয় পুন্ডিবাড়ি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার এমজেএন হাসপাতালে পাঠায়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/massive-tension-before-the-meeting-of-shuvendu-adhikari-in-nandigram/

শুক্রবার সকালে মরিচবাড়ি এলাকায় যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। ঘটনাস্থলে পৌঁছে নধিরাম মন্ডলের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

তিনি জানান, কমলেশ্বর রায় নামে এক বিজেপি কর্মী খুনের চেষ্টা করছিল। আগেও দু-একবার এই চেষ্টা করেছে। কিন্তু লাভ হয়নি। ইদানিং মাঝে মাঝে ওকে হুমকি দিত কমলেশ্বর বৃহস্পতিবার বাজার থেকে ফেরার সময় অতর্কিতে নধিরাম মন্ডলের উপর হামলা চালায় বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতি।

মন্ত্রীর অভিযোগ, শাবল দিয়ে নধিরামের ওপর হামলা চালানো হয়েছে। চোখ মুখ দিয়ে শাবল ঢুকে মাথা দিয়ে বেরিয়ে গিয়েছে। এই ঘটনা অত্যন্ত নিন্দাজনক।

তিনি বলেন, বিজেপি ভুলে গিয়েছে এটা পশ্চিমবঙ্গ। উত্তরপ্রদেশ বা গুজরাট নয়। বিজেপিকে বাংলার মানুষ কখনই সমর্থন করবে না। ওদের পায়ের তলার মাটি যত আলগা হচ্ছে ততই ওরা খুনের রাজনীতিতে মেতে উঠেছে। এই খুনের ঘটনায় যে বা যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/trials-of-the-second-phase-of-vaccination-have-started-in-69-places-in-the-state/

যদিও পাল্টা বিজেপির দাবি, এই ঘটনায় বিজেপির কোন যোগ নেই। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বই মূল কারণ। খুন নিয়ে অহেতুক রাজনীতি করছে তৃণমূল।

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই কমলেশ্বর রায় সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বাকিদের দ্রুত গ্রেফতার করা হবে বলেও এদিন নধিরাম মন্ডলের পরিবারকে আশ্বাস দেন তিনি।

সম্পর্কিত পোস্ট