জলঙ্গিতে এনআরসি বিরোধী আন্দোলনে মৃত দুই

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বুধবার নাগরিকপঞ্জির বিরোধিতা করে মুর্শিদাবাদ জেলার জলঙ্গির সাহেবগঞ্জ এলাকায় বন্‌ধ ডাকে একটি সংগঠন। যা ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে জলঙ্গি। দু’পক্ষের সংঘর্ষে চলল গুলি। মৃত ২ এবং আহত ৩। পরিস্থিতি থমথমে। বন্ধ দোকানপাট

এদিন সকালে জলঙ্গির সাহেবগঞ্জে সকাল ৯ টা নাগাদ রাস্তা অবরোধ করে সংগঠনের সদস্যরা।  রাস্তায় নেমে অবরোধের বিরোধিতা করেন সাধারণ মানুষ। এরপর অবরোধ ঘিরে শুরু হয় বচসা। শুরু হয় তর্কাতর্কি এবং ধস্তাধস্তি।

ভিড়ের মাঝেই চলল গুলি। গুলিতে ঘ্যেল হন আনারুল বিশ্বাস নামে এক বয়স্ক ব্যক্তি। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত্যু হয় আরও এক ব্যক্তির।

আহত হন মিজানুর রহমান নামে এক টোটো চালক। ঘটনার সময় টোটো নিয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। সেই সময়েই গুলি তাঁর পায়ে লাগে।  ঘটনার পর থেকেই থমথমে এলাকা। রয়েছে পুলিশি টহলদারি।

সম্পর্কিত পোস্ট